বিশেষ দ্রষ্টব্য: এই লেখার সম্পূর্ন ক্রেডিট উক্ত ওয়েব সাইডের: https://theguideblogger.banglame.net
ফ্রিল্যান্সিং কি – What Is Freelancing in Bangla
Freelancing এর ধারণা
সোজা ভাবে বললে, Freelancing এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বারা আপনারা Online কাজ করে টাকা আয় করতে পারবেন। এমনিতে, একটি Service করা ব্যক্তিকে সকাল ১০ থেকে বিকেল ৬ পর্যন্ত অফিসে গিয়ে এক ধরণের কাজ করতেই হবে.কিন্তু, Freelancing এর মাধ্যমে কাজ করা লোকেরা Self-Employed থাকেন. তাই, ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা Freelance. এটাও এক ধরণের ব্যবসা বললে আমি ভুল হবোনা.
বন্ধুরা এই প্রক্রিয়াতে লোকেরা, Online এ বিভিন্ন সূত্রের মাধ্যমে কাজ খুঁজে নিজের ইচ্ছে হিসেবে কাজ করেন। এক্ষেত্রে, যারা এভাবে স্বাধীন হয়ে Freelancing এর কাজ করেন, তাদের “Freelancer” বলা হয়.বর্তমানে, Internet, Social Media এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট গুলির মাধ্যমে, এই ফ্রিল্যান্সাররা নানান ধরণের কাজ, Project বা Service খুঁজে, সেগুলি তারা তাদের Clients দের জন্য নির্ধারিত সময়ে পুরো করছেন। এবং, কাজ বা Project পুরো করার বিনিময়ে তাদের ক্লায়েন্টরা তাদেরকে টাকা দিচ্ছেন.
- Freelancing এর কাজে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে, আপনি কতটা সময় কাজ করতে চান, কতটুকু কাজ করতে চান এবং এই কাজ আপনি Part-Time করবেন না Full-Time.
- Freelancing এর মাধ্যমে নেয়া কাজ গুলি করার জন্য আপনার কোনো বিশেষ জায়গার প্রয়োজন হবেনা। কারণ, প্রায় সব ধরণের কাজ করার জন্য আপনার কেবল একটি Laptop বা Computer এবং তার সাথে Internet Connection প্রয়োজন.
- Freelancing কে আমরা একটি ব্যবসা হিসেবেও নিয়ে কাজ করতে পারি.
- পুরো কাজটাই আপনি নিজের ঘরে বসে বসেই করতে পারবেন.
সোজা কথায়, ফ্রিল্যান্সিং কি বা কাকে বলে ?
Freelancing মানে হলো, যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা আপনার আছে, তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেয়া.আপনি যদি কাজ জানেন তাহলে অন্যরা তাদের প্রয়োজন হিসেবে আপনাকে কাজ দিবে এবং আপনার কাজ নির্ধারিত সময়ে সেই কাজ তাকে করে দিতে হবে.
এরজন্য আপনার এমন কিছু দক্ষতা বা কাজ জানা থাকতে হবে, যেগুলি লোকেরা আপনার থেকে কিনতে চাইবেন বা করাতে চাইবেন.এছাড়া, এমন ভাবেও বলা যেতে পারে যে, Freelancing হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আপনি আপনার জানা কাজ বা দক্ষতা ব্যবহার করে অন্যদের জন্য কাজ করেন.বন্ধুরা Freelancing এ আপনি বিভিন্ন ধরণের কাজ করতে পারবেন. যেমন, Writing, Designing, Digital Services, Selling Services বা যেকোনো অন্য কাজ যেটা আপনি জানেন এবং যেটা লোকেরা আপনাকে দিয়ে করাতে চায়.এই কাজগুলি, ঘন্টায়, Daily, সপ্তাহিক বা মাস হিসেবে করতে পারবেন.তাহলে, আমি এটাই বলবো, যদি আপনি Freelancing এর কাজ করতে চান এবং এখান থেকে Online এ টাকা আয় করতে চান, তাহলে সবচে আগেই এটা দেখতে হবে যে, আপনার মধ্যে এমন কি বিশেষ ট্যালেন্ট (Talent), কোয়ালিটি, দক্ষতা (Skills) রয়েছে যার বিনিময়ে লোকেরা আপনার ওপরে ভরসা করে কাজ দেবেন.এখন ফ্রিল্যান্সিং কি বা Freelancer কাকে বলে, এ সম্পর্কে হয়তো আপনার ভালো ভাবে জ্ঞান হয়ে গেছে।তাহলে, চলুন এখন আমরা Freelancing এর বিষয়ে আরো কিছু জেনেনেই.