How I am a Freelancer?

How I am a Freelancer?

 

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন – How to start Freelancing in Bangla

বন্ধুরা এখন হচ্ছে ইন্টারনেট এর যুগ এবং এমন কোন জায়গা নেই যেখানে এর ব্যবহার হচ্ছে না. আর  Freelancing এর কাজ করার জন্য, সর্ব প্রথম যে জিনিস আপনার লাগবে, সেটা হলো Internet.সে নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার Client কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন Freelancing ওয়েবসাইট গুলিতে গিয়ে  আপনাকে  করতে হবে.

এছাড়া, এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (Projects) এর প্রয়োজন হবে.তার জন্য আপনাকে, নিজের কাজ বা দক্ষতার প্রচার বা Marketing ইন্টারনেটের দ্বারা বিভিন্ন Social মিডিয়া প্লাটফর্ম (Platform) গুলিতে গিয়ে করতে হবে। যেমন, Social Media Websites, Social Media Groups, Freelancing Marketplace আরো অনেক.

নিজের দক্ষতা (Skills) প্রচার বা Marketing করলে, লোকেরা জানতে পারবেন যে আপনি কোন কাজের বিশেষজ্ঞ বা Expert এবং কোন কাজ আপনি তাদের জন্য করতে পারবেন.এতে, ভবিষ্যতে আপনার দক্ষতার (Skills) সাথে জড়িত বিভিন্ন Project বা কাজ Online এ পেয়ে যাওয়ার সুযোগও বেড়ে যাবে.

উদাহরণ স্বরূপ:-

বন্ধুরা আমি BloggingSEO এবং Blog, Website তৈরি করতে Expert. এক্ষেত্রে, আমি যদি লোকেদের আমার দক্ষতার বা Knowledge এর ব্যাপারে না জানাই, তাহলে তারা জানবেন কিভাবে যে আমি তাদের জন্য SEO বা website এর সাথে জড়িত কাজ গুলি করে দিতে পারবো. তাই তো….?

তাই, freelancing এর ক্যারিয়ার শুরু করার সাথে সাথে, নিজের কাজের Knowledge, অভিজ্ঞতা, দক্ষতার Online এ  প্রচার বা Marketing করাটা অনেক জরুরি.মনে রাখবেন, Online এ যেকোনো মাধ্যমে যখন লোকেরা আপনাকে কোনো কাজ বা Project দিবেন, তখন তারা আপনার ওপরে অনেক ভরসা করেই সেই কাজটি দিবেন.তাই, আপনার কাজের ভালো নাম, কাজের অভিজ্ঞতা, ভালো দক্ষতা এগুলি হবে আপনার ব্র্যান্ড (Brand) বা নামের পরিচয়। এবং, আপনার Freelancing Career এ একটি ভালো ব্র্যান্ড বা নাম তৈরি করতে পারলেই, অধিক লোকেরা সহজে আপনার ওপরে ভরসা করে কাজ বা Project দিবেন.

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে শুরু করবো ?

বন্ধুরা Freelancing Career শুরু করার জন্যআপনি নিচে দেয়া Step গুলি এক এক করে জেনে নিতে পারেন :-

১. নিজের লক্ষ্য ঠিক ভাবে সেট করুন

সর্ব প্রথম আপনার কিছু জিনিস বা লক্ষ্য সঠিক ভাবে সেট করে নিতে হবে. যেমন, আপনি এই মাধ্যমে কতটুকু কাজ করতে চান ? কতটা সময় দিতে চান ? আপনি কি, নিজের চাকরির সাথে সাথে এই কাজ চালিয়ে যাবেন এবং Part-Time ইনকাম করবেন না কি Full Time ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং করবেন.এসব  ব্যাপারে প্রথমেই ঠিক করে নিতে হবে। এর পর আপনি আপনার লক্ষ হিসেবে এগিয়ে যেতে পারবেন.

২. কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন ?

এরপর  আপনার নিজের কাজের Topic বা Subject কি হবে সেটা নিয়ে ভাবতে হবে। আপনি যেকোনো একটি বিষয় নিয়ে কাজ খুঁজতে ও করতে পারবেন.

যেমন :- Content Writing, Web Designing, Coding এর কাজ, Logo Designing, SEO Services, Video Creating, Video Editing, Content Marketing বা আরো অনেক কাজ নিয়ে আপনি শুরু করতে পারবেন.কিন্তু, আপনি যে ধরনের কাজ বা Topic নিয়ে Freelancing করবেন ভাবছেন, সেই বিষয় বেঁচে নেয়ার আগেই ৪ জিনিস অবশই দেখবেন :-

  1. আপনার বেছে নেওয়া Topic এমন হতে হবে যার বিষয়ে আপনার পুরো অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞান রয়েছে.
  2. যে সব কাজ করে এবং যার বিষয়ে নতুন নতুন জিনিস শিখে আপনি আরো ভালো পাবেন সেই কাজ করবেন.
  3. আপনি যে বিষয় বা টপিক Target করে ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন, সেই বিষয়ের এর মার্কেটে কতটা প্রয়োজন এবং চাহিদা আছে সেটা জানা জরুরি.
  4. এমন বিষয় বা Topic নিয়ে কাজ করতে হবে, যেই বিষয়ে আপনার আবেগ (Passion) রয়েছে। যে কাজ করে আপনি বিরক্ত (Bore) হবেননা এবং বেশি সময় ধরে কাজ করতে পারবেন.

তাহলে, Freelancing Business এর জন্য কোন বিষয় নিয়ে কাজ করবেন, সেটার সিদ্ধান্ত নেয়ার আগেই ওপরে বলা ৪ টি পয়েন্ট অবশই মনে রাখবেন.

৩. যে সব Freelancing Site এ কাজ করবেন ?

বন্ধুরা Freelancing ক্যারিয়ার শুরু করার জন্য আপনি বিভিন্ন অনলাইন Freelancing Site বা মার্কেটপ্লেস গুলিতে গিয়ে কাজ শুরু করতে পারবেন.এই ধরণের Site গুলিতে বিভিন্ন Employer বা Clients রা বিভিন্ন ধরণের কাজ করানোর জন্য Freelancer দের খোঁজ করেন এবং, Freelancer রা নতুন নতুন কাজ খোঁজার জন্য এই Site গুলিকে ব্যবহার করেন.

মনে রাখবেন, এই Site গুলিতে হাজার হাজার লোকেরা বিভিন্ন ধরণের কাজ করানোর জন্য বিশ্বাসী Freelancer দের খোঁজ করেন এবং, আপনি যদি প্রথমেই নিজের Client এর জন্য সময় মতো ভালো ভাবে কাজ করে দিতে পারেন, তাহলে আপনার Career এ অনেক ভালো প্রভাব ফেলবে.

আমি আগেই বলেছি- এই কাজে পুরোটাই বিশ্বাসের ওপরে নির্ভর। তাই আপনি যদি সত্যি কথা বলে সঠিক সময়ে নিজের কাজ ভালো করে পুরো করে Client কে জমা দেন, তাহলে এতে সহজে টাকা পেয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রতি অন্যদের ভরসাও বেড়ে যাবে.এতে, আপনার একটি ভালো পরিচয় তৈরি হয়ে যাবে এবং পরের বারের জন্য আপনাকে কাজ দিতে লোকেরা ভাববেন না.তাহলে আসুন, এখন আমরা দেখে নেই, ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আমরা কোন কোন Site/Platform ব্যবহার করতে পারি.

১. Fiverr 

Fiverr অনেক পুরোনো, বিশ্বাসী এবং অনেক প্রচলিত Freelancing Website যেখানে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। এখানে প্রত্যেকটি কাজ ৫ ডলার থেকে শুরু হয়। Graphic Designing, Digital Marketing, Content Writing, Programming বা Video & Animationএরকম অনেক ধরণের বিষয় নিয়ে কাজ করতে পারবেন.

২. Upwork

Upwork আজকের দিনে অনেক নাম করা একটি Freelancing Site, যেখানে ১২ মিলিয়ন ফ্রিল্যান্সাররা কাজ করছে এবং টাকা আয় করছেন। প্রত্যেক বছর এখানে ৩ মিলিয়নের অধিক কাজ পোস্ট করা হয়। এখানে প্রায়, সব ধরণের কাজের জন্য লোকেরা Freelancer দের খোঁজেন.

৩. Freelancer

বন্ধুরা Freelancer আপনারা প্রায় সব ধরণের কাজের জন্য Clients পেয়ে যাবেন. ১৩৫০ টি আলাদা আলাদা ক্যাটাগরিতে (Category) এখানে লোকেরা কাজ করছেন। এবং, সেগুলির মধ্যে কিছু হলো :- Accounting, Finance, Internet Marketing, SEO, PHOTOSHOP, Graphic Designing, Web Design, Mobile App এবং আরো অনেক অনেক বিষয় নিয়ে এখানে কাজ পেয়ে যাবেন.

Next Page  Click Here

Post a Comment

Previous Post Next Post

About